সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাবিতে ভর্তি ফরমের উচ্চমূল্য নির্ধারণের প্রতিবাদে সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের উচ্চমূল্য নির্ধারণ করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘শিক্ষাবাণিজ্য বিরোধী শিক্ষার্থীরা’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৮০ টাকা। দেশের উত্তরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ চলছে। এমন সময় প্রশাসনের এ জাতীয় সিদ্ধান্ত কারও কাম্য নয়। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রনজু হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন মাহমুদ সাকি, সাকিল, মাসুদ রানা, আরেফিন মেহেদী, মরিদম শাহরিয়ার, হরোপাদিত্য প্রমুখ। প্রসঙ্গত, রাবিতে এবার ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনের জন্য ৫৫ ও চূড়ান্ত আবেদন করতে ১ হাজার ৯৮০ টাকা লাগবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর