শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৫ অক্টোবর ‘ছয় মাসে ১০০ তরুণীকে সেলিমের কাছে নিয়ে গেছেন তার গাড়িচালক’ ও  ৯ অক্টোবর ‘ক্যাশিয়ার হয়েই মাকসুদ বকুল ল্যাংড়া জাকির কোটিপতি’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ। তিনি দাবি করেছেন, তাকে ঘিরে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অসত্য। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া সেলিম প্রধানের সঙ্গে তার পরিচয় ছিল না। খালিদের সঙ্গে পরিচয় থাকলেও তিনি তার ক্যাশিয়ার নন। খালেদের আপন ভাইয়ের নাম মাকসুদুর রহমান মাসুদ। খালেদের ভাই মাকসুদ তার সব ব্যবসা পরিচালনা করতেন। যুবলীগ নেতা মাকসুদ দাবি করেন ২০০৪ সালে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আহত হন এবং তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে দেখতে হাসপাতালে যান। ১/১১ সময়ে আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হয়েছেন। তিনি ক্যাসিনো কর্মকান্ডে জড়িত নন।

সর্বশেষ খবর