শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডিএনসিসির নতুন ওয়ার্ড আধুনিকায়নে বরাদ্দ ৪ হাজার ২০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ৪ হাজার ২০০ কোটি টাকায় অত্যাধুনিক নাগরিক সেবায় সাজানো হবে ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ড। গতকাল উত্তরখান এলাকার মৈনারটেক উচ্চ বিদ্যালয়ে গণউন্নয়ন বিকাশ কেন্দ্র আয়োজিত ‘বেকার যুবক ও যুব মহিলাদের ফ্রি কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। গণউন্নয়ন বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিএনসিসির ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমান শফিক, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযাদ্ধা মো. সাইদুর রহমান সরকার, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোতালেব মিয়া, ৪৭ মাসুদুর রহমান দেওয়ান বুলবুল প্রমুখ।

মেয়র আতিকুল ইসলাম বলেন, নতুন ১৮টি ওয়ার্ড সাজানো এখন বড় চ্যালেঞ্জ। গুলশান-বনানী থেকেও আধুনিক হবে এই নতুন ১৮টি ওয়ার্ড। এখানে পরিকল্পিত রাস্তা, বাজার, খেলার মাঠ, পার্ক, কমিউনিটি সেন্টার, নারী ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর