সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দেশের মানুষ ক্রমেই নাগরিক বোধ হারিয়ে ফেলছে

----- সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন,  দেশের মানুষ ক্রমেই নাগরিক বোধ হারিয়ে ফেলছে। তাই নাগরিক  বোধের এই অনুষ্ঠানে মানুষের ভিড় ক্ষীণ। যেসব অনুষ্ঠানে দলীয় আনুগত্যের ব্যাপার আছে, সেখানে কিন্তু শয়ে শয়ে, হাজার হাজার মানুষ উপস্থিত হবে। যেখানে শুধু ক্ষমতার কাছে আনুগত্য থাকে, সেখানে আমরা থাকি। আর  যেখানে নিজস্ব ধ্যানধারণা প্রকাশের ব্যাপার থাকে, সেখানে উপস্থিতি কম থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গতকাল বিকালে এক নাগরিক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক অজয় রায় স্মরণে এই সভার আয়োজন করে অধ্যাপক ড. অজয় রায় স্মরণ নাগরিক কমিটি। সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, অজয় রায়ের ছেলে অনুজিৎ রায়, অধ্যাপক বেলায়েত হোসেন, মানবাধিকারকর্মী খুশি কবির, অধ্যাপক এ এন রাশেদা প্রমুখ।

সর্বশেষ খবর