বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাংস্কৃতিক উৎসবের ত্রয়োদশ দিন

সাংস্কৃতিক প্রতিবেদক

২১ দিনের ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব, ২০২০’-এর ত্রয়োদশ দিন ছিল গতকাল। এদিনও নানা আয়োজনে জমজমাট ছিল শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এদিন বিকালে একাডেমির নন্দনমঞ্চে শুরু হয় কার্যক্রম। এরপর চমকপ্রদ অ্যাক্রোব্যাটিক শো নিয়ে মঞ্চে আসে একাডেমির অ্যাক্রোব্যাটিক দল। অ্যাক্রোব্যাটিকের চোখ-ধাঁধানো পরিবেশনা শেষ হতে না হতেই মঞ্চে আসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। এ পর্বে দ্বৈত সংগীত পরিবেশন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শৈলী ও শুশমি। এতে পরপর দুটি সমবেত নৃত্য পরিবেশন করে পল্লবী ড্যান্স থিয়েটার। দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরচিত্র আবৃত্তি সংগঠন। জেলা পরিবেশনায় মনোজ্ঞ সব সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে অংশ নেন কিশোরগঞ্জ, বাগেরহাট ও গাজীপুর জেলার শিল্পীরা। সব শেষে রাত ৮টায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে গাজীপুরের ঐতিহ্যবাহী ‘সোনাভানের পুঁথি’ পরিবেশন করেন গাজীপুরের শিল্পীরা। ২৩ জানুয়ারি শেষ হবে ২১ দিনের এ উৎসব।

সর্বশেষ খবর