বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিএএ নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

প্রতিদিন ডেস্ক

সিএএ বা এনপিআর নিয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের আইনজীবীরা বারবার করে অনুরোধ করেছিলেন, মাস দুয়েকের স্থগিতাদেশের জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে। তবে সুপ্রিম কোর্ট বলছে তা নিয়ে গঠিত হবে সাংবিধানিক বেঞ্চ। সিএএ-র বিরুদ্ধে ১৪৪টি মামলা নিয়ে গতকাল শুনানি চলছে শীর্ষ আদালতে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকেও নোটিস দিয়েছে শীর্ষ আদালত। দেশজুড়ে আন্দোলন জারি রয়েছে। এর মধ্যেই এ দিন সিএএ-এর বিরুদ্ধে একগুচ্ছ মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে চলছে ওই শুনানি। শীর্ষ আদালতে এ শুনানি কোন দিকে মোড় নেয় তাতে নজর রয়েছে গোটা দেশের। নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে মামলা করেছে প্রধান প্রধান দলগুলোর অনেকাংশ। এর মধ্যে রয়েছে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ডিএমকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ও এআইএমআইএম-এর মতো দলও। আবেদনকারীদের সবারই দাবি, ওই আইন সংবিধানবিরোধী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর