রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

যুবলীগ নেতার অনুসারীদের হামলায় ব্যবসায়ীসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদের অনুসারীদের হামলায় ব্যবসায়ীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১২টায় গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মার্কেটের ব্যবসায়ী সমিতির এক নেতাও আহত হন। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।  

আহতরা হলেন- মাঈনুল ইসলাম মামুন (৪৮), ফারুক হোসেন পলাশ (৩৫), সাকিব (৪০), কাউসার (৩৫) ও মনির (৪০)। এদের মধ্যে মামুন ও পলাশ দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক। তারা দুজনই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢামেক সূত্র জানায়, যুবলীগ নেতা শাহাবুদ্দিনের ৬০/৭০ জন অনুসারী হঠাৎ লাঠিসোটা নিয়ে সমিতির অফিসে হামলা চালায়। ঢামেকে দোকান মালিক সমিতির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, কয়েক বছর আগে যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ জোর করে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতি দখল করে নেয়। এরপরই ওই মার্কেটে অবৈধভাবে ১২০০ দোকান বানিয়ে নিজেরাই বিক্রি করে। এ নিয়ে সিটি করপোরেশনসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলেনি। গতকাল মামুনের নেতৃত্বে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতির নেতারা মার্কেটে গেলে শাহাবুদ্দিনের ক্যাডাররা হামলা করে।

এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, তিনি সে বিষয়ে কিছু জানেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর