রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোলার গ্যাস কূপ রাশিয়ার কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোলার উত্তর ভেদুরিয়ার গ্যাস ক্ষেত্র রাশিয়ার গাজপ্রম কোম্পানিকে লিজ দেওয়ার প্রতিবাদসহ নতুন গ্যাস কূপ বিনা দরপত্রে রাশিয়ান গজপ্রম কোম্পানির সঙ্গে করা সমঝোতা স্মারক বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল জেলা শাখা তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য কমরেড নিমাই মন্ডল, অধ্যাপক জলিলুর রহমান, নৃপেন্দ্র নাথ বাড়ৈ, অধ্যাপক দুলাল মজুমদার, দেওয়ান আবদুল রশিদ নিলু ও নবীন আহমেদ প্রমুখ। বক্তারা দেশের সম্পদ রক্ষার আন্দোলনে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান করেন।

সর্বশেষ খবর