মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পুলিশের দায়িত্বশীলতায় বেঁচে গেল ৮ মাসের শিশু

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর একটি কবরস্থানের পাশের ফুটপাথে  রেখে যাওয়া প্রায় ৮ মাসের এক মুমূর্ষু শিশুকে উদ্ধার করেছেন পুলিশের এক সদস্য। মো. হিরণ মিয়া নামের খুলশী থানার এএসআই উক্ত শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। পরে অবস্থার অবনতি হলে শিশুটিকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। গতকাল দুপুর দেড়টার দিকে এসএসসি পরীক্ষায় কর্তব্যরত খুলশী থানাধীন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজের পাশে এ ঘটনা ঘটে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজের সামনে পরীক্ষার ডিউটি করছিলাম। খুলশী কলোনি থেকে পলিটেকনিক মোড়ের দিকে যাওয়া একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি কিছু একটা কবরস্থানের পাশের ফুটপাথে ফেলে দিতে দেখি। পরে সিএনজি অটোরিকশাটি দ্রুত চলে যায়। এ সময় দৌড়ে গিয়ে দেখতে পাই একটি শিশু। শিশুটিকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চমেকে নিয়ে যাই। এ সময় শিশুর শরীরে ময়লা দুর্গন্ধ ছিল। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ৭-৮ মাস বয়সী মেয়ে শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর