রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

রংপুরে দোকানপাট খোলা রাখা নিয়ে মতানৈক্য

বন্ধ রাখবে রয়্যালটি মেগামল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা নিয়ে চেম্বার ও দোকান মালিক সমিতির দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। করোনা সংক্রমণ রোধে রবিবার থেকে চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার অনুরোধ জানালেও দোকান মালিক সমিতির নেতারা তা প্রত্যাখ্যান করেছে। এদিকে জেলা প্রশাসক বলেছেন, করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ একসঙ্গে কাজ করছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সবাইকে নিয়ে আলোচনা সাপেক্ষে করা হবে। জানা গেছে, সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দোকনপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও রংপুরের বেশিরভাগ ব্যবসায়ী সেটি মানছে না। সকাল থেকে বিকাল পর্যন্ত ক্রেতাদের ভিড়ে পরিণত হয় যানজটের নগরীতে। পাঁচ মিনিটের পথ নগরীর জাহাজ কোম্পানির মোড় থেকে সিটি বাজার পর্যন্ত যেতে লাগছে প্রায় আধা ঘণ্টা। বিভিন্ন মার্কেটে ঠেলাঠেলি করে কেনাকাটা করছেন ক্রেতারা। করোনা হটস্পট হয়ে ওঠা রংপুর নগরী যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে এমন শঙ্কা করা হচ্ছে সচেতন মহলের পক্ষ থেকে। কারণ প্রতিদিনই রংপুর নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল দুপুরে চেম্বার ভবনে দোকান বন্ধ রাখার বিষয়ে বৈঠকে চেম্বার সভাপতিসহ বেশকজন ব্যবসায়ী নেতা দোকানপাট বন্ধ রাখার পক্ষে মত দেন। তবে দোকান মালিক সমিতির নেতাদের বিরোধিতায় দোকানপাট- ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তটি ভেস্তে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর