বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

১৫৫ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নকল ও ভেজাল প্রতিরোধে সারা দেশে ১০৭ বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি)। এ সময় ১৫৫ প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপপরিচালক মো. মাসুম আরেফিন, সহকারী পরিচালক আবদুল জব্বার ম ল ও সহকারী পরিচালক মাগফুর রহমান। ঢাকার বাইরে বিভাগে উপপরিচালক ও জেলায় সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিসিবির ন্যায্য মূল্যের ২২টি ট্রাকসেল তদারকি করা হয়।

ডিএনসিআরপির মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, আসন্ন কোরবানিকে সামনে রেখে মসলা জাতীয় পণ্যসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রির জন্য এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণে ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তিনি করোনা পরিস্থিতিতে দেশের সব ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর