বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

ত্রিপুরা সীমান্তে শুক্রবার থেকে লকডাউন

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের এলাকাগুলোয় করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। তাই ওইসব এলাকায় সাত দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্যটির সরকার। রাজ্যটির গ্রামীণ এলাকায় বাংলাদেশ সীমান্ত থেকে এক কিলোমিটার পর্যন্ত এবং পুরসভা এলাকাগুলোতে বাংলাদেশ সীমান্ত থেকে আধা কিলোমিটার পর্যন্ত সাত দিনের জন্য এই সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।আগামী শুক্রবার ১৭ জুলাই থেকে এই লকডাউন কার্যকর হবে।
মঙ্গলবার রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নির্দেশিকা জারি হয়েছে।
লকডাউন চলাকালীন পর্বে জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের পরিষেবা বন্ধ থাকবে। সমস্ত স্বায়ত্তশাসিত, অধস্তন ও বেসরকারি অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থানের দরজা বন্ধ থাকবে। ওই সময়কালে সব ধরনের রাজনৈতিক কর্মসূচিও স্থগিত রাখা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে ৫০ জন এবং শেষকৃত্য অনুষ্ঠানে মাত্র ২০ জন ব্যক্তিকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর