রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের সব জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করায় বাধা প্রদানকারী ও ভাঙার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। এ ছাড়া অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী এবং কুষ্টিয়া ও ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গতকাল রাজধানীর জুরাইন রেলগেট-সংলগ্ন চত্বরে মুক্তিযুদ্ধেও চেতনায় উদ্বুদ্ধ গণমানুষের সমন্বয়ে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক ড. মো. আওলাদ হোসেন, শ্যামপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান বাবুল, পরিষদের যুগ্ম আহ্বায়ক ও কদমতলী থানা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া, পরিষদের উপদেষ্টা ও কদমতলী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী নুর মোহাম্মদ হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর