আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, নৌকায় ভোট দিয়ে মানুষ কোনোদিন প্রতারিত হননি। বঞ্চিত হননি, এটা এদেশের মানুষ জানেন এবং বোঝেন। তাইতো তারা নৌকায় ভোট দেন। আওয়ামী লীগকে সমর্থন করেন। আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করবে। গতকাল সিটিতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. মোতাহার চৌধুরীসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএমএ চট্টগ্রামের সহ-সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী ও সভা পরিচালনায় ছিলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া।