রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় প্রগতিশীল ছাত্রজোট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জনগণের বাক-স্বাধীনতা নিশ্চিত করতে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। এ ছাড়া এ আইনে গ্রেফতারকৃতদের মুক্তি চেয়েছে তারা।  গতকাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে এতে জোটের নেতৃবৃন্দ বক্তব্য দেন। ছাত্র জোটের আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, এ সরকার যতই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করুন না কেন তাদের গদি রক্ষা হবে না। ডিজিটাল আইন একটি টালমাটাল আইনে পরিণত হবে। সমাবেশে ?তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি, সাত ছাত্র নেতার বিরুদ্ধে মিথ্যা হত্যাচেষ্টার মামলা প্রত্যাহার করা এবং লেখক মুশতাক হত্যা ও কার্টুনিস্ট কিশোরের ওপর নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার।

সর্বশেষ খবর