সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

বনবিভাগের জমি রক্ষার দায়িত্ব সুনির্দিষ্ট করার সুপারিশ কমিটির

নিজস্ব প্রতিবেদক

নতুন অর্গানোগ্রামে বনবিভাগের জমি রক্ষার দায়িত্ব সুনির্দিষ্ট করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সরকারের অন্যান্য দফতর বা বিভাগ নিজস্ব ভূমি রক্ষায় কি পদ্ধতি অবলম্বন করে তা পর্যালোচনার মাধ্যমে বন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। দেশের বন উজাড়ের হার সীমিত রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি। বৈঠকে জানানো হয়, বন অধিদফতরে নিজস্ব ব্যবস্থাপনায় বিগত আট মাসে ১০টি বনবিভাগে জবরদখল করা বনভূমির উদ্ধারের পরিমাণ ২৪৬৮.২০ একর। সংসদ ভবনে গতকাল বিকালে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর