বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

দুর্বল নির্মাণের কারণে দুর্ভোগ বাড়ছে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, অপরিকল্পিত এবং দুর্বল নির্মাণ কাজের কারণে সড়ক ও বাঁধগুলো ভেঙে যাওয়ায় দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। গতকাল এক বিবৃতিতে একথা বলেন তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরি ত্রাণ বিতরণের দাবি জানিয়ে তিনি বলেন, ক্রমাগত বর্ষণের ফলে এবং ভারতের উজানে সব বাঁধের গেট খুলে দেওয়ার কারণে প্রায় ১০টি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। যা চরম উদ্বেগের কারণ। তিনি বলেন, বন্যায় ব্যাপক ফসলের ক্ষতি হওয়ায় কৃষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বন্যাদুর্গত অঞ্চলে অবিলম্বে সরকারি ত্রাণ বিতরণের পাশাপাশি নতুন বীজ সরবরাহ করতে হবে।

 উপদ্রুত এলাকায় সরকারের পাশাপাশি দলের নেতা-কর্মী এবং সমাজের বিত্তবানদের যথাসম্ভব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর