মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

কালিয়াকৈরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ছাত্রলীগ সংঘর্ষ

১০ জন আহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় চন্দ্রা স্পিনিং মিলের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকালে ঘটা ওই সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পৌরসভা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্‌বায়ক মো. আনোয়ার হোসেন গ্রুপ ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল পারভেজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সরকারদলীয় নেতা-কর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্‌বায়ক আনোয়ার হোসেনসহ কয়েকজন বড়ইছুটি এলাকার চন্দ্রা স্পিনিং মিলে দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ মালের দাম বেশি হাঁকে। কারখানা কর্তৃপক্ষের দেওয়া দামে মাল নিতে অস্বীকৃতি জানালে বিষয়টি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি পর্যন্ত গড়ায়। পরে বিষয়টি সুরাহার জন্য মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের কাছে দায়িত্ব দেন। কিন্তু কয়েক মাস আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির তার গ্রুপের সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি রুবেল পারভেজসহ চারজনের নামে ঝুটের মালামাল ডিউ করার সিদ্ধান্ত দেন। গতকাল ওই ছাত্রলীগ নেতা ডিউ করা মালামাল বের করতে গেলে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর