রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দেশের চেতনা হত্যার জন্য বঙ্গবন্ধুকে হত্যা : নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, দেশের চেতনাকে চিরতরে হত্যা করার জন্য বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়েছে। গতকাল চট্টগ্রামে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দিগন্ত বিদায়ী বজ্রকণ্ঠ আজীবন বাঙালির শোষণ মুক্তির গান গেয়েছেন। তাঁর সেই উন্মত্ত তর্জনী বাঙালির চিরায়ত প্রতিবাদ হয়ে শত্রুদের ভয়  দেখিয়েছে।’

কেন্দ্র্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও ইমরান আলী মাসুদ ও রায়হানুল কবির শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র কাউন্সিলর গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন,  স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ারুল ইসলাম বাপ্পী, ওয়াহিদুল আলম শিমুল, জাকারিয়া হাসান মিঠু, আহিল সিরাজ, হেলাল উদ্দিন, আবদুর রশিদ লোকমান, মো. সালাউদ্দিন, মোক্তার হোসেন লিটন, জসিম উদ্দিন, মিনহাজুল আবেদীন সায়েম, লুৎফুর রহমান কিরণ, মো.  মোকসুদ আলী, ছাত্রলীগ নেতা মঈন শাহরিয়ার, আবু সায়েম প্রমুখ।

সর্বশেষ খবর