শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

গ্যাস সংকটের সমাধান দাবি

বিটিএমএর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

সরকারের সংশ্লিষ্ট দফতরে গ্যাসের তীব্র সংকট ও সরবরাহ সমস্যার সমাধান না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে সমাধান চেয়েছে বিটিএমএ।

গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমাধান চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন। তিনি বলেন, গ্যাসের পর্যাপ্ত এবং অব্যাহত সরবরাহ না থাকার কারণে প্রতিনিয়ত মেশিনারিজ এবং স্পেয়ার পার্টসের ক্ষতি  হচ্ছে। উৎপাদনও সর্বনিম্ন পর্যায়ে। প্রধানমন্ত্রীর কাছে বিনীত প্রার্থনা, তিনি যেন অতিদ্রুত গ্যাস সমস্যার সমাধান করে দেন।

নারায়ণগঞ্জ, সাভার, ধামরাই, সাটুরিয়া মানিকগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে অবস্থিত মিলগুলো গ্যাস সরবরাহ পরিস্থিতি সর্বনিম্ন পর্যায়ে, অর্থাৎ-১ দশমিক ৫০ পিএসআইয়ে নেমে গেছে। সরকারের সংশ্লিষ্ট দফতরে বিষয়টির নেতিবাচক দিক উত্থাপন করে গ্যাস সরবরাহজনিত সমস্যার সমাধানের বিষয়ে আবেদন করার পরও কোন ইতিবাচক পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। যা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। গ্যাসের পর্যাপ্ত এবং অব্যাহত সরবরাহ না থাকার কারণে প্রতিনিয়ত মেশিনারিজ এবং স্পেয়ার পার্টসের ক্ষতি  হচ্ছে। উৎপাদনও সর্বনিম্ন পর্যায়ে। বিটিএমএ সভাপতি বলেন- টেক্সটাইল খাতে অব্যাহত এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের বিষয়টিকে প্রাধান্য দিতে অনুরোধ জানাচ্ছি। বর্তমান পরিস্থিতি আরও অব্যাহত থাকলে মিলগুলোর পক্ষে শ্রমিকদের বেতন-ভাতা ও ব্যাংক ঋণের নিয়মিত কিস্তি পরিশোধসহ  ইউটিলিটি বিল ও অন্যান্য খরচ মিটানো সম্ভব হবে না। এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কোন ইতিবাচক পদক্ষেপ দেখিনি। তাই প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গ্যাস সমস্যা সমাধানের জন্য আবেদন করছি।

সর্বশেষ খবর