শিরোনাম
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নওয়াব ফয়জুন্নেছার মৃত্যুবার্ষিকী পালিত

লাকসাম প্রতিনিধি

উপমহাদেশের একমাত্র নারী নওয়াব, নারী জাগরণের অগ্রদূত, একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১৮তম মৃত্যুবার্ষিকী গতকাল লাকসামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারের প্রতি দাবি জানান। লাকসাম উপজেলা প্রশাসন, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়, লাকসাম পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন পৃথক কর্মসূচির মাধ্যমে এই মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা জানান। সকাল ১০টায় প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। বেলা সাড়ে ১১টায় লাকসাম উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর