শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ক্ষমতায় বসানো নামানো ইসলামী দলের রাজনীতি হতে পারে না

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, এক দলকে ক্ষমতা থেকে নামানো এবং আরেক দলকে ক্ষমতায় বসানো ইসলামী দলগুলোর রাজনীতি হতে পারে না। যারা ইসলামী রাজনীতির চর্চা করেন না তাদের সঙ্গে জোট-ভোটের রাজনীতিতে ইসলামী ঐক্য আন্দোলন বিশ্বাস করে না। গতকাল রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ মুহাম্মাদ শওকাত হোসেন, মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, মাওলানা মো. মুজিবুর রহমান হামিদী, অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, অধ্যাপক মাওলানা এ এম এম কামাল উদ্দিন, মাওলানা মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর নামে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে মাদরাসা ও ইসলামী শিক্ষা সংকুচিত করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। পরীক্ষা পদ্ধতির মৌলিক বিষয়ের মধ্যে ইসলামী শিক্ষা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বলেন, শিক্ষার সর্বস্তরে ১০০ নম্বরের ইসলামী শিক্ষা বাধ্যতামূলক ও অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণ করতে হবে। ইসলামী দলগুলোর উচিত দীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্দোলনে আত্মনিয়োগ করা।

সর্বশেষ খবর