মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল ব্যাংকিং আর্থিক সেবার গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। এর আগে কার্ড থেকে দিনে ৩০ হাজার টাকার বেশি জমা করা যেত না। মোবাইল আর্থিক সেবার গ্রাহক একে-অপরকে দৈনিক ২৫ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন। এর আগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) একজন গ্রাহক অন্য গ্রাহককে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাঠাতে পারতেন। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে দেশে এমএফএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনা পরিস্থিতিতে এমএফএসের আওতা এবং লেনদেনের প্রসার হয়েছে। পাশাপাশি এ মাধ্যম ব্যবহার করে সরকারের বিভিন্ন প্রণোদনা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আর্থিক সহায়তা দেওয়া ইত্যাদি কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে। একই সঙ্গে স্বল্প আয়ের জনগণের মধ্যেও এমএফএস ব্যবহার বেড়েছে।

এমএফএসের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এবং ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করতে লেনদেন সীমা পুনর্নির্ধারণ করা হলো।

এমএফএস গ্রাহকরা এজেন্ট পয়েন্টের মাধ্যমে দৈনিক ৩০ হাজার এবং মাসে ২ লাখ টাকা জমা (ক্যাশ ইন) করতে পারবেন। এ ছাড়া ব্যাংকের হিসাব বা কার্ড থেকে দিনে ৫০ হাজার এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করতে পারবেন। একইভাবে গ্রাহক দিনে ২৫ হাজার এবং মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন (ক্যাশ আউট) করতে পারবেন। এক্ষেত্রে এমএফএস হিসাবের স্থিতি কোনোভাবেই ৩ লাখ টাকার বেশি রাখা যাবে না বলেও জানানো হয়।

সর্বশেষ খবর