শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গণরোষের ভয়ে দমননীতি বেছে নিয়েছে সরকার : এনপিপি

নিজস্ব প্রতিবেদক

সরকার গণজোয়ার দেখে গণরোষের ভয়ে দমননীতি বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হামলা-মামলা ও নির্যাতন করে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি। এ সরকারও পারবে না। সারা দেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়নের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড. ফরহাদ বলেন, বিরোধী দলের সমাবেশে ও নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালানো হচ্ছে। এসব সরকারের চরম দমননীতির প্রকাশ। এ সময় সংগঠনের মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর