শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন পাচারের শিকার চার নারী

নিজস্ব প্রতিবেদক, যশোর

পাচারের শিকার চার নারী মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই নারীদের বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভালো কাজের লোভ দেখিয়ে দালালরা ওই চার নারীকে ভারতে নিয়ে গিয়েছিল।

পরে সেখানে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যান। প্রায় তিন বছর কারাগারে কাটিয়ে ভারতীয় কর্তৃপক্ষের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরলেন। ওই চার নারীকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা দায়িত্ব নিয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার-এর বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, ফেরত আসা চার নারীকে যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাচারের শিকার এ চার নারী আইনি সহায়তা চাইলে তাদের তা দেওয়া হবে বলে রোকেয়া খাতুন জানান।

 

সর্বশেষ খবর