বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং বিশ্বের ৬০০ প্রতিষ্ঠানের মধ্যে নেই বাংলাদেশি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৩ গতকাল প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এছাড়া দ্বিতীয় হাভার্ড ও তৃতীয় স্থানে রয়েছে ক্যামব্রিজ ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। বাংলাদেশের দুইটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে ৬০১  থেকে ৮০০’র মধ্যে। এগুলো হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। এছাড়া ১ হাজার ২০১ থেকে ১ হাজার ৫০০ তালিকার মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তথ্যমতে, বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের ভিত্তিতে র‌্যাঙ্কিংটি করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণা, গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং ইন্ডাস্ট্রি ইনকামের (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) ওপর ভিত্তি করে প্রতিবছর এ তালিকা করা হয়।

সর্বশেষ খবর