সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দেশে দুটি শিশুর একটি ভিটামিন এ ঘাটতিতে

প্রতিদিন ডেস্ক

দেশে শিশু ও নারীদের মধ্যে অনুপুষ্টিকণার (মাইক্রোনিউট্রিয়েন্ট) ঘাটতি রয়েছে অনেক। ছয় থেকে ৫৯ মাস বয়সী দুটি শিশুর একটি ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভুগছে। এ ছাড়া প্রতি ১৩ জনের মধ্যে একজন নারীর ‘এ’ ভিটামিনের ঘাটতি রয়েছে। দ্বিতীয় জাতীয় অনুপুষ্টিকণা জরিপে (২০১৯-২০) এসব তথ্য উঠে এসেছে। গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে জরিপের ফল প্রকাশ করা হয়। স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) এবং আইসিডিডিআরবি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দৈবচয়নে আটটি বিভাগের ২৫০টি উপজেলায় এই জরিপটি পরিচালনা করে আইসিডিডিআরবি।

সর্বশেষ খবর