সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আদালতে তথ্য গোপনের অভিযোগ প্রসঙ্গে আবেদ খানের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

দৈনিক জাগরণ সম্পাদক ও দৈনিক কালবেলার প্রধান সম্পাদক আবেদ খান আদালতে তথ্য গোপনের অভিযোগ ও অর্থদন্ড প্রদানের বিষয়ে গতকাল একটি ব্যাখ্যা দিয়েছেন। এতে তিনি বলেন, যে মামলার রায় নিয়ে এত লেখালেখি  সেই মামলার কোনো শুনানিতেও তিনি কখনো যাননি এবং যাওয়ার প্রয়োজনও অনুভব করেননি। যে সম্পত্তি নিয়ে এত কিছু হয়ে চলেছে সেটি তাঁর প্রয়াত পিতার একটি সম্পত্তি বলে উল্লেখ করেন আবেদ খান। তিনি বলেন, এই সম্পত্তির মামলায় কোনো উৎসাহী শুভাকাক্সক্ষী স্বতঃপ্রণোদিত হয়ে একটি রিট আবেদনে আমার স্বাক্ষর সংগ্রহ করেন। কিন্তু সেই রিট আবেদনে আমি যে আগে সেটেলমেন্ট কোর্টে মামলা করেছিলাম তার কোনো উল্লেখ করা হয়নি। এটাই ছিল ত্রুটি। এই রিট আবেদনটি যে আইনজীবী আমার পক্ষে উপযাচক হয়ে করেছিলেন, আমি সরল বিশ্বাসে তার করা ওকালতনামা পাঠ না করেই স্বাক্ষর প্রদান করেছিলাম। পুরো প্রক্রিয়ায় এটুকুই আমার সংশ্লিষ্টতা। অথচ আমাকে রীতিমতো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বাণবিদ্ধ করা হলো।

সর্বশেষ খবর