বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

একসঙ্গে মা-ছেলে এসএসসি পাস, এলাকায় আনন্দ

পাবনা প্রতিনিধি

পাবনায় ভ্যানচালকের স্ত্রী ও ছেলে একসঙ্গে এবার এসএসসি পাস করায় এলাকায় আনন্দ বইছে। এটি মুখরোচক খবর হিসেবে আলোচিত হচ্ছে জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। চলতি বছর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে তাড়াস শামীমা জাফর মৎস্য ইনস্টিটিউট থেকে মা মুঞ্জুয়ারা খাতুন ও খানমরিচ বিএম স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখা থেকে মো. মেহেদী হাসান চলতি বছর এসএসসি পাস করেন। পরীক্ষায় ভ্যানচালক আবদুর রহিমের স্ত্রী মুঞ্জুয়ারা খাতুন জিপিএ-৪.৯৩ ও ছেলে মেহেদী হাসান ৪.৮৯ পেয়েছেন। মুঞ্জুয়ারা খাতুন বলেন, ২০ বছর আগে অভাব-অনটনের সংসারে বাবা পাশর্^বর্তী উপজেলা ভাঙ্গুড়ার সুলতানপুর গ্রামের আবদুর রহিমের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর স্বামীর বাড়িতে এসে আর পড়াশোনা হয়নি। বিয়ের চার বছরের মাথায় ছেলের জন্ম হয়। সন্তানদের পড়ালেখা করাতে গিয়ে আবারও পড়াশোনার প্রতি টান অনুভব করেন মুঞ্জুয়ারা খাতুন। তিনি ন্যূনতম ডিগ্রি পাস করতে চান। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, মা-ছেলের এই সফলতা অনেককেই উদ্দীপ্ত করবে। আমরা তাদের অভিনন্দন জানাই। 

সর্বশেষ খবর