বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে কম্বল নিতে হুড়োহুড়িতে তিনজন নিহত, আহত ৭

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে বুধবার সন্ধ্যায় কম্বল বিতরণ ঘিরে হুড়োহুড়ির সময় পায়ের নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যায় মধ্যে এক নাবালিকাও রয়েছে। আহত হয়েছেন অন্তত সাতজন। পূর্ব বর্ধমান জেলার রামকৃষ্ণ ডাঙ্গালের এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে কম্বল বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করেন আসানসোল পৌরসভার বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি। অনুষ্ঠানে ৫ হাজার কম্বল বিতরণের কথা ছিল। কিন্তু কম্বল নিতে হাজির হয়েছিল অসংখ্য মানুষ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, আসানসোল পৌরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালী তিওয়ারি। ওই অনুষ্ঠানে মাত্র একটি কম্বল বিতরণ করেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দু অধিকারী অনুষ্ঠান মঞ্চ ছেড়ে অন্য আরেকটি অনুষ্ঠানে বেরিয়ে যাওয়ার পর পাঁচটি স্টল করে সেখান থেকে বাকি কম্বলগুলো বিতরণ করতে থাকেন আয়োজক কমিটির সদস্যরা। আর এ সময়ই একটি স্টলে শুরু হয় প্রচ  বিশৃঙ্খলা। কম্বল নিতে আসা ব্যক্তিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

সর্বশেষ খবর