বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কেসিসির গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নে ধীরগতি

সামছুজ্জামান শাহীন, খুলনা

২০১৮ সালে সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর খুলনাকে উন্নত পরিচ্ছন্ন স্বস্তির নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এরই ধারাবাহিকতায় সড়ক মেরামত, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া হয় একগুচ্ছ পরিকল্পনা। কিন্তু করোনা সংক্রমণ, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধিসহ নানা কারণে প্রকল্প বাস্তবায়নে সময় ক্ষেপণ হয়েছে। এতে নগরবাসীর ভোগান্তি বাড়ছে। জানা যায়, ১৪৩০ কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে চলমান বড় দুই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে ২০২৩ সালের জুন মাসে।

সর্বশেষ খবর