শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের পাঠাগার উদ্বোধন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জ্ঞানার্জনের জন্য বই আর বইয়ের জন্য পাঠাগার। পাঠাগার একটি জ্ঞানের সমুদ্র। সেই সমুদ্র থেকে যার যত বেশি জ্ঞান রূপ অমৃত পান করা উচিত। একটি পাঠাগার হতে পারে নানাবিধ জ্ঞানের ভান্ডার। নিজেকে এবং দেশ ও জগৎকে আলোকিত করার কোনো বিকল্প নেই পাঠাগার ছাড়া। তেমনি একটি সমৃদ্ধ পাঠাগার উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ব্যাচ-৮৯-এর উদ্যোগে স্কুলটির দ্বিতীয় তলায় এ স্কুল পাঠাগার গঠন করা হয়। গতকাল সকালে সরকারি এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এ পাঠাগার উদ্বোধন করা হয়েছে। ব্যাচ-৮৯-এর সৌজন্যে প্রতিষ্ঠিত লাইব্রেরিটিতে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যসহ শিক্ষাবিষয়ক বই ছাড়া রাজনীতি, জীবনী এবং বিনোদনসমৃদ্ধ বই পড়তে পারবেন পাঠকরা। বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষক ইউনুছ মিয়া, আলহাজ আবদুল মতিন, নিখিল রঞ্জন দাস প্রমুখ। সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- সোহেল মুশফিক, কাজী দীন মোহাম্মদ, ফয়সল আহমেদ খান, ইকবাল মাহমুদ সুজন, মামুনুর রশীদ, সোহরাব হোসেন মিঠু, রবিউল ইসলাম প্রমুখ। ব্যাচ-৮৯-এর শিক্ষার্থীরা জানান, অবসরে অথবা স্কুলে ক্লাসের ফাঁকে হাতের কাছে অনায়াসেই শিক্ষক-শিক্ষার্থীরা বই পাবেন এ লাইব্রেরিতে। পছন্দের বিজ্ঞান, সমাজ, ধর্মীয়, ব্যবসা-বাণিজ্য, ফিকশন-ননফিকশন কিংবা রোমান্টিক নভেলসহ নানা ধরনের বইয়ের সমাহার থাকছে এ লাইব্রেরিতে।

সর্বশেষ খবর