শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে

-প্রগতিশীল জাতীয়তাবাদী দল

নিজস্ব প্রতিবেদক

প্রগতিশীল জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বলেছেন, গণতন্ত্র বন্দি করে দুর্নীতি-দুঃশাসনের রাজত্ব কায়েম করতে চায় সরকার। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দিনের ভোট রাতে করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বর্তমান সরকার। একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশ ও জনগণকে মহাবিপর্যয়ের সম্মুখীন করেছেন এ সরকার। গতকাল সংগঠনের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আহমেদুর রহমান এক যুক্ত বিবৃতিতে আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ, খুন-গুম, হামলা-মামলা, সাংবাদিক নির্যাতন, সভা-সমাবেশে বাধাদানসহ সব অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে ক্ষমতার মসনদ রক্ষার অপকৌশলে লিপ্ত হয়ে ইভিএমের নামে বৈদ্যুতিক কারচুপির পাঁয়তারা করা হচ্ছে। তারা আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে আমাদের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে ভোটাধিকার আদায় ও গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

৩০ ডিসেম্বর গণতন্ত্র বন্দি দিবস পালনের জন্য সব দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

সর্বশেষ খবর