শিরোনাম
বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নবম বেতন কমিশন গঠনের দাবি কর্মচারী সমন্বয় পরিষদের

নিজস্ব প্রতিবেদক

চলমান জীবন বাস্তবতায় মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট ২০ শতাংশ নির্ধারণসহ অবিলম্বে নবম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছেন গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। সংসদে নতুন পে-স্কেল নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় নোমানুজ্জামান আল আজাদ বলেন, অবিলম্বে দাবি না মানলে গণকর্মচারীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। তিনি বলেন, প্রতি পাঁচ বছর পর পর বিদ্যমান বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে নতুন পে-স্কেল প্রদান সরকারের একটি অপরিহার্য দায়িত্ব। ২০১৫ সাল থেকে সাত বছর অতিক্রান্ত হওয়ার পরও বর্তমান দ্রব্যমূল্যের কশাঘাতে জর্জরিত নিম্ন আয়ের কর্মচারীরা সীমাহীন কষ্টে পতিত।

সর্বশেষ খবর