বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিদ্বেষ ছড়াতে পাঠ্যপুস্তকে বিকৃত ইতিহাস উপস্থাপন করা হচ্ছে

সংশোধন কমিটিতে আলেম প্রতিনিধি রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ আয়োজিত ‘পাঠ্যপুস্তকে ভুল : একটি পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী বিকৃত ইতিহাস জাতির ধ্বংস ডেকে আনবে। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য একটি গোষ্ঠী পাঠ্যপুস্তকে বিকৃত ইতিহাস, কাল্পনিক ছবি এবং অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা জাতিকে বিভ্রান্ত করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অধ্যক্ষ মাওলানা আবদুল আলিম রেজভীর সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ পাঠ করেন আহলে সুন্নাতের নির্বাহী মহাসচিব মুফতি আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। মুহাম্মদ আবদুল হাকিমের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, কলামিস্ট শাইখ উসমান গনী, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, কাজী মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, হেলাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ আখতার ফারুক প্রমুখ।

সংশোধন কমিটিতে আলেম প্রতিনিধি রাখার দাবি : পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম প্রতিনিধি রাখার দাবি জানিয়েছে গওহরডাঙ্গা কওমি বোর্ড। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বোর্ডের নেতারা এ দাবি জানিয়ে বলেন, পাঠ্যপুস্তক সংস্কার ও সংশোধন কমিটিতে বায়তুল মোকাররমের খতিবসহ কওমি মাদরাসার ছয় বোর্ড থেকে একজন করে প্রতিনিধি রাখতে হবে।  বিবৃতিদাতা আলেমরা হলেন- মুফতি উসামা আমিন, মাওলানা শামছুল হক, মাওলানা নুরুল হক, মাওলানা আবদুস সালাম, মাওলানা ঝিনাত আলী, মুফতি মুঈনুদ্দীন, মাওলানা জাকির বিন জয়নল আবেদিন, মাওলানা সাখাওয়াত হোসেন, মুফতি মুহাম্মদ তাসনীম।

সর্বশেষ খবর