সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

২০টি সোনার বার ছিনতাইয়ের মামলায় একজন গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে দেড় কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার ছিনতাইয়ে রইচ মোল্যা (৪০) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার রইচ মোল্যা মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, সোনার বার ছিনতাইয়ে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল মিয়া নামের এক স্বর্ণ ব্যবসায়ী কুমিল্লা থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে শুক্রবার সকালে মধুখালী উপজেলার গড়াই সেতুর টোলঘর এলাকায় ছিনতাইয়ের শিকার হন। এ সময় ছিনতাইকরীরা তার কাছ থেকে ২০টি সোনার বার ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় রাসেল মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে মধুখালী থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক ননী গোপাল জানান, সোনা ছিনতাইয়ের মামলায় এক আসামিকে আটক করা হয়েছে। আটক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি  দিয়েছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর