ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের মধ্যে মেহেদী হাসান ও মো. হৃদয় ইসলামের দুই দিনের ও মো. রিপনের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম সারাহ ফারজানা হক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে তাদের চার দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিদের সঠিক নাম-ঠিকানা উদ্ঘাটিত না হলে জামিন পেয়ে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ন্যায়বিচারে বিঘ্ন ঘটবে। জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় গত ১৩ মে রাত ১১টায় ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)। ওই দিন রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সকালে সাম্যর বড় ভাই শরীফুল ইসলাম ডিএমপির শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।