সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হজের খরচ কমানোর দাবি খেলাফত আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজের খরচ কমিয়ে মধ্যবিত্তের আওতায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সংগঠনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী গতকাল এক বিবৃতিতে বলেন, সরকার ২০২৩ সালের যে হজ প্যাকেজ নির্ধারণ করেছে, তাতে ২০১৯ সালের তুলনায় প্যাকেজপ্রতি খরচের পরিমাণ বেড়েছে ৩ লাখ ৩৮ হাজার টাকা। এতে বেশির ভাগ মধ্যবিত্ত দীনদারের জন্য হজ পালন নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। অনেকেই চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন না করে হজের টাকা তুলে নিচ্ছেন। আবার অনেকে হজের নিয়ত করে টাকা জোগাতে হিমশিম খাচ্ছেন। মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে হজের খরচের তুলনায় ঘোষিত বাংলাদেশের প্যাকেজের খরচ অনেক বেশি।

সর্বশেষ খবর