বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সমস্যা থেকে উত্তরণের পথ দেখায় গণমাধ্যম

প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যে কোনো সমস্যা বা সংকট থেকেই সম্ভাবনা তৈরি হয়। আর এ সমস্যা থেকে উত্তরণের পথ দেখায় গণমাধ্যম। তিনি বলেন, ২০১৪ সালে হঠাৎ ভারত সরকার বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয়। ফলে আমাদের দেশে কোরবানিতে গরুর সংকট তৈরি হয়েছিল। সে সময় কিছু গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা গরুর সংকট চ্যালেঞ্জটি ভালোভাবে মোকাবিলা করতে পেরেছি। গতকাল রাজধানীতে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদফতর বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ও পরিপ্রেক্ষিতের যৌথ উদ্যোগে ঢাকা বিভাগের গণমাধ্যম কর্মী ও প্রাণিসম্পদ কর্মকর্তা অংশ নেন। প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রাণিসম্পদ খাত তুলে ধরেন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী। বক্তব্য রাখেন পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, প্রকল্পের পরামর্শক জিল্লুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর