বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

গাজীপুরে ওয়াজ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু নিজে নামাজ পড়লে ও পরহেজগার হলে হবে না, সন্তানকেও খোদাভীরু হওয়ার প্রশিক্ষণ দিতে হবে। এই আহ্বান জানিয়ে শেষ হয়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চৌড়া মৌলভীবাড়িতে আয়োজিত দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল। তাইয়্যেবা-শামছুল হক ইসলামিক একাডেমি ও চৌড়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের সমাপনী দিনে বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারী মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী। বয়ান করেন, মাওলানা তানভীর আহম্মদ সিদ্দিকী, মাওলানা হাফেজ মোহাম্মদ ফয়জুর রহমান। বিশেষ বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুরের রহমান।

সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি জহিরুল হক শামীম। পরিচালনা করেন সাংবাদিক ও মাওলানা আহমদ সেলিম রেজা। এ ছাড়া মাহফিলের প্রথম দিনে বয়ান শেষে মোনাজাত করেন মাওলানা ড. মোহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী। বয়ান করেন মাওলানা হাফেজ রুহুল আমীন গাজীপুরী, মাওলানা নাসির উদ্দীন মাহমুদী। সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. আতাউল হক (সারোয়ার)। পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ আল আমীন।

সর্বশেষ খবর