শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দারুস সালামে মাদকসেবীর ছুরিকাঘাতে আহত তিন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুস সালামে মাদকসেবীদের ছুরিকাঘাতে তিন কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- বাংলা কলেজের প্রথম বর্ষের ছাত্র আবদুর রহমান রায়হান (১৮), কৃষি ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আরাফাত ইসমাইল আলিফ (১৮) ও মিরপুর পলিটেকনিক কলেজের ছাত্র তানভির খান হেমন্ত (২১)। রাত সাড়ে ৮টার দিকে দারুসসালাম খালেক পাম্পের পাশে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হেমন্ত সাংবাদিকদের জানান, তাদের সবার বাসা দারুস সালামে। গতকাল তার জন্মদিন ছিল। চারজন বন্ধু মিলে খালেক পাম্পের পাশে কেক কাটছিলেন। পাশেই একটি ছেলে নেশা করছিল। এ সময় নেশাখোর ছেলেটি তাদের বন্ধু রাফিকে ডাক দেয়। রাফি ওই ছেলের কাছে গিয়ে বলে, নেশা করছিস আবার আমাকে ডাকছিস। কথার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। কিছুক্ষণ পর এলাকার আরাফাত রাব্বি, হৃদয়সহ কয়েকজন ঘটনাস্থলে আসে। প্রথমে তারা রাফিকে মারধর করে। ঠেকাতে গেলে রাব্বি তিনজনকে ছুরি মেরে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ মো. মাসুদ মিয়া বলেন, আহত তিনজনের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনা তদন্তের জন্য দারুস সালাম থানা পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর