বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পঞ্চগড়ে মাহফিলে হামলায় বিএনপি জামায়াত : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ে একটি সম্প্রদায়ের মাহফিলে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা হামলা চালিয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সেখানে আবার কালকে (আজ) নাকি বিএনপির নেতৃত্বে একটি টিম যাচ্ছে। তিনি বলেন, নিজেরাই হামলা চালিয়ে আবার দরদ দেখানোর জন্য সেখানে যাচ্ছে। প্রকৃতপক্ষে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে পঞ্চগড়ের ঘটনা ঘটানো হয়েছে। গতকাল সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যুব মহিলা লীগের আয়োজিত আলোক প্রজ্বালন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ারের সভাপতিত্বে আলোক প্রজ্বালন অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। ড. হাছান মাহমুদ বলেন, দেশ এগিয়ে গেলেও একটি মহল বাংলাদেশ এগিয়ে যাক সেটি চায় না। তারা আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। গত কয়েক দিন ধরে দেশে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে। এগুলো আসলে কি দুর্ঘটনা? না এগুলোর পেছনে নাশকতা যুক্ত আছে, সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলছে, এগুলোর পেছনে নাশকতা যুক্ত আছে।

এর আগে মঙ্গলবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘দুঃখের বিষয়, আজকে স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি আস্ফালন করে। আর তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং বিএনপি নেতারা। এই স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং যারা দেশকে পাকিস্তানি ভাবধারায় পেছনের দিকে নিতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই ৭ মার্চের শপথ।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর