শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাবার লাশ সড়কে রেখে খুনির শাস্তি দাবি মেয়ের

টাঙ্গাইল প্রতিনিধি

দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টাঙ্গাইলের ঘাটাইলে কহিনূর মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাবার লাশ চার ঘণ্টা সড়কে রেখে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন মেয়েসহ তার পরিবার ও এলাকাবাসী। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় জেলা সদরের পলিটেকনিক এলাকা থেকে বায়েজিত ও রবিন হায়দার চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের উত্তর ধলাপাড়া চৌধুরীবাড়ি ব্রিজসংলগ্ন এই অবরোধ ও বিক্ষোভ করে তারা। এ খবরে গোপালপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো. সোহেল রানা এবং ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। ঘাটাইল থানার ওসি বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত কহিনূরের ছেলে বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রসঙ্গত, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে প্রতিবেশী কহিনূর মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার সন্ধ্যার দিকে একই গ্রামের বায়েজিত, তারা মিয়া ও ইসমাইল তাকে ডেকে নেয়। এরপর বায়েজিতের বাড়িতে কহিনূর এলে সামি চৌধুরীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কহিনূর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে ধলাপাড়া বাজারে চিকিৎসক হাফিজ উদ্দিনের নিকট নিয়ে যায়। কহিনূরের বুকে চাপ অনুভব করায় তাকে ইসিজি করার পরামর্শ দেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ খবর