প্রতি বছরের মতো এবারও গতকাল দিনব্যাপী চট্টগ্রাম নগরীর বায়েজিদে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার কমপ্লেক্সে পবিত্র মাহে রমজান উপলক্ষে খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১৩ হাজার ১৫৭টি খতমে কোরআন, ৫৮৭টি তাহলিল, ৫৯টি খতমে ইউনুস ও ৪৭টি দরুদে সাইফুল্লাহ আদায় করা হয়। মাহফিল শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সবার ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। বিজ্ঞপ্তি