বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী ওরফে জালালী ও মো. শাহজাহান। বাড্ডা এলাকার আনন্দনগর থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি রক্তমাখা শার্ট এবং ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার ইমরানের বিরুদ্ধে সাতটি ও শাহজাহানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আবদুল আহাদ গতকাল এসব তথ্য জানান।

তিনি বলেন, গত রবিবার রাতে আফতাবনগর এলাকায় ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়েন। তিনি প্লাটিনাম জিম থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। রাত সোয়া ১১টার দিকে আফতাবনগর সি-ব্লকের ইম্পেরিয়াল কলেজের সামনে দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ওই শিক্ষার্থীর দুই হাতে কোপ লেগেছিল। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই মোহাম্মদ আল আমিন বাড্ডা থানায় একটি মামলা করেন। বাড্ডা থানার বিভিন্ন এলাকায় টানা ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে ছিনতাইকারী ইমরান ও শাহজাহানকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর