মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

বিএনপির গোলযোগ সৃষ্টির চেষ্টা মোকাবিলা করতে হবে : তোফায়েল

ভোলা প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করবে। সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

গতকাল দুপুরে শহরের গাজীপুর রোডের নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ফেরদৌস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ। তোফায়েল বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল। আমরা বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি।

একটাই প্রয়োজন আমাদের, সেটা হলো ঐক্য। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে ইনশা আল্লাহ আগামী নির্বাচনেও বিজয়ী হবে।

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন খুব কাছাকাছি। হয়তো ডিসেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড কমিটি এবং কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে। এ সময় তোফায়েল আহমেদ দলকে আরও সুসংগঠিত করার জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সব সদস্য, সদরের প্রত্যেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর