বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই

খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। প্রয়োজনে সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় মজলিসের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী, জালালুদ্দিন বকুল, মাওলানা ফিরোজ আশরাফী, আতিকুর রহমান নান্নু মুন্সী, মাওলানা সুলতান মহিউদ্দিন প্রমুখ।

বৈঠকে দ্রব্যমূল্য ও লোডশেডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এ ছাড়া খেলাফত আন্দোলন নেতা মুফতি ফখরুল ইসলামসহ কারাবন্দি ওলামাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিও করা হয়।

সর্বশেষ খবর