শিরোনাম
রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

ইনক্রিমেন্ট ঘোষণার দাবিতে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বাজেটে গণকর্মচারীদের জন্য আর্থিক সুবিধার প্রস্তাব না থাকায় বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সমাবেশ থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অবিলম্বে ৫০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ঘোষণার দাবি জানানো হয়। গতকাল রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত এ সমাবেশে বাজেট প্রস্তাবে কর্মচারীদের কোনো আর্থিক সুবিধার ঘোষণা না থাকায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন বক্তারা। এ সময় ৩০ জুনের মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়ে বলা হয়, এ সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গৃহীত না হলে ১ জুলাই থেকে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন। বক্তব্য দেন মহাসচিব নোমানুজ্জামান আজাদ, কেন্দ্রীয় নেতা বদরুল আলম, রোকনুজ্জামান, কামাল হোসেন শিকদার, এম এ ওয়াদুদ, মানিক মৃধা, রফিকুল আলম, শাহ আলম, এম এ আউয়াল, মোফাজ্জল হোসেন, জিল্লুর রহমান, মো. আলী, লিপি আকতার, সাজেদুর রহমান, মো. রনি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর