বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভিন্নমতকে সহ্য করতে না পারা আওয়ামী লীগের রোগ। গতকাল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়ার মাজারে যান গয়েশ্বর। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার অপসারণের ঘটনায় তিনি এমন মন্তব্য করেন। সম্প্রতি নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে একটি বিবৃতি দিতে অস্বীকৃতির কথা প্রকাশ্যে আনেন এমরান ভূঁইয়া। এর পরিপ্রেক্ষিতে তাকে অপসারণ করা হয়।
গয়েশ্বর এ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের এটা নতুন রোগ নয়। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সমালোচনায় বিশ্বাস করে না, অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের আচরণ এর চেয়ে ভালো আশা করা যায় না।