খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর ডেলিভারি পয়েন্টে শটগানের ভয়ভীতি দিয়ে জোরপূর্বক তেল নেওয়ার অভিযোগ উঠছে। এতে প্রতিনিয়ত ট্যাংকলরি ড্রাইভার, হেলপার ও মিটারম্যানদের চাপ প্রয়োগ করা হতো। এ ঘটনার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক বিভাগীয় সম্পাদক শেখ ফরহাদ হোসেনের শটগানের (একনলা বন্দুক) লাইসেন্স বাতিল করে জেলা প্রশাসন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)’র অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে এ ব্যবস্থা নেয়া হয়। গতকাল খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,৩ কার্যদিবসের মধ্যে বাতিলকৃত লাইসেন্স ও শর্টগান থানায় জমা দিতে বলা হয়েছে।জানা যায়, ফরহাদ হোসেনকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬ এর ২৫ (২) এর আওতায় কারণ দর্শাও নোটিস দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় নীতিমালা ১৯ (চ) ও ২৫ (ঝ) অনুযায়ী তার লাইসেন্স বাতিল করা হয়।